Home » ভালবাসি বলে -মোঃ জুবায়েদ হোসেন

ভালবাসি বলে -মোঃ জুবায়েদ হোসেন

কর্তৃক Md. Sohel Rana
197 ভিউস
  • “মেহেরপুর চিত্র”র বিজয় উল্লাসে সাহিত্য পাতা-

ভালবাসি বলে
-মোঃ জুবায়েদ হোসেন, খুলনা।

তোমাকে ভাল বাসি বলে
আবৃত শরীর থেকে মুখটা বাতাসে মেলে ধরে
হাজারো কথার ঢালি নিয়ে মুখোমুখো হই বার বার
আর তুমি কচ্ছপের মতো মুখটা শরীরে ঢুকিয়ে
জীবন্ত শামুক হয়ে কোমল ছোয়ায়
নিজেকে খোলসের মধ্যে পুরে দিয়ে
আটকিয়ে নিলে অপ্রতিরোধ্য ছিপিতে
আমি বিব্রত হযে চিনে নিই তোমাকে আর বলি
যতোই তুমি আড়াল করো তোমাকে
অনুরাগে আমি জেনে নিতে পারি
থার্মোমিটার ছাড়াই তোমার শরীরের তাপ।

-মোঃ জুবায়েদ হোসেন, খুলনা। কবি, শিক্ষক, সংগঠক, প্রধান সম্পাদক মোমেনশাহী দর্পণ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন