Home » “বিজয়ের পতাকা” -স্নেহা আফরোজ সুইটি

“বিজয়ের পতাকা” -স্নেহা আফরোজ সুইটি

কর্তৃক Md. Sohel Rana
207 ভিউস

“মেহেরপুর চিত্র”র বিজয় উল্লাসে সাহিত্য পাতা-

“বিজয়ের পতাকা”
-স্নেহা আফরোজ সুইটি, নীলফামারী।

এই সেই পতাকা-
যারে একদিন পাকিস্তানি
বর্বর, শয়তান, দস্যুদল পায়ে পিষ্ট করে!
আগুনে পুঁরিয়ে করেছিল অপমান।

এই সেই পতাকা-
বিজয়ের রক্তিম সূর্যটাকে
গাঢ় সবুজ পতাকার মাঝখানে,
রক্তলাল বিজয় চিহ্নে
বুকে লাল বৃত্ত আকাঁ।

এই সেই পতাকা-
যার জন্য বাংলার দামাল ছেলেরা!
অসংখ্য গণ কবরের বাসিন্দা
মিশে গেছে মাটির সাথে।

এই সেই পতাকা-
লক্ষ শহীদের পূর্ণ রক্তে
কোটি-কোটি মানুষের
প্রাণের আবেগ!
আজ মিশে আছে পুষ্পিত সৌরভে।

এই সেই পতাকা-
রক্তের কাফনে মোড়া
কুকুর, শকুন খেয়েছে যারে!
সে আমার প্রিয় মা, বাবা, ভাই বোন।

এই সেই পতাকা
বিশ্বের বুকে অঙ্কিত
স্বাধীন মানচিত্র!
এল ফিরে বাংলায়
বিজয়ের ক্ষণ।

এই সেই পতাকা-
ছেলে হারা মায়ের অশ্রুসজল
স্বামীহারা বোনের মুছে যাওয়া স্বপ্নতে!
বাঙালির মুক্তির আকাঙ্খায়
লাল সবুজের পতাকা।

এই সেই পতাকা-
কত স্বপ্ন আছে আজো
এই পতাকার কাছে!
এই পতাকায় কি স্বাধীনতা বিদ্যমান আছে?

এই সেই পতাকা-
থাকবে বাঙালির অন্তরে চিরকাল!
ছবি হয়ে ভাসবে পতাকার ভাঁজে
বিজয়ের সূর্য ফুটবে নব ভোর
নব বার্তায় নব সাজে।

লেখকঃ স্নেহা আফরোজ সুইটি, নীলফামারী। মহিলা কবি ও ছাত্রী।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন