Home » মেঘের আড়ালে সূর্য হারায়; -টি এম মনোয়ার হোসেন

মেঘের আড়ালে সূর্য হারায়; -টি এম মনোয়ার হোসেন

কর্তৃক Md. Sohel Rana
2010 ভিউস

মেহেরপুর চিত্র’র শুক্রবারের সাহিত্য পাতা-

মেঘের আড়ালে সূর্য হারায়
-টি এম মনোয়ার হোসেন,পঞ্চগড়।

তোমায় ডাকার প্রয়োজন বোধ করিনি
কখনো আমি;
ভাল করেই তো জানি
সময়, নদীর স্রোত কারো অপেক্ষায় থাকে না
থেমে থাকে না তেমনি কারো জীবন-যৌবনও
সম্মুখ পানে ধাবমান সদাই
ফেরার সুযোগ নাই।

কাউকে ফেরানো যেমন কঠিন
তোমার যৌবন, আমার অতীত, অপ্রাপ্তি
ফিরিয়ে আনা সবই অসম্ভব,
জটিল থেকে জটিলতর, প্রিয়
ডেকেই বা কি লাভ এ অসময়ে আর!

সূর্যও কবে যে পাটে গেছে খেয়াল করিনি
মেঘের আড়ালে আড়ালে সূর্য এখন
ডুবু ডুবু খেলছে প্রকৃতির সাথে
কে কাকে আটকে রাখে, বলো?

গোধূলী এ লগ্ন এসে তাই
ডেকে আর বিরক্ত করিনি তোমায়
তবে অপেক্ষায় থেকেছি তোমার পথ চেয়ে
কতকাল জেগেছি নিশি রাত
প্রতীক্ষা কী দোষের, তুমি-ই বলো?

কত পূর্ণিমা আসে, সারা মুখে আলো পড়ো
উজ্জ্বল আলোয় উদ্ভাসি
বেশিক্ষণ থাকে না, অমাবস্যার অন্ধকারে
ঢাকা পড়ে প্রকৃতির সৌন্দর্য ; আমার মুখেও
হাসোজ্জল ভাব আর থাকে না
মিলিয়ে যায় অমাবস্যার ঐ ঘুটঘুটে অন্ধকারে।

হাতড়িয়ে হাতড়িয়ে পথ চলি কোনো মতে
তবু তোমায় ডাকিনি আর দ্বিতীয়বার
তুমি তোমার প্রয়োজনে পাড়ি জমিয়েছ
কোনো এক অজানায়, আর আমি…
আজও অপেক্ষার প্রহর গুনি
ঐ সেই পথের মোড়ে দাঁড়িয়ে!

-পঞ্চগড় , ০১-১২-২২ইং

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন