Home » সীমারেখা -নাজমুস সাকিব

সীমারেখা -নাজমুস সাকিব

কর্তৃক Md. Sohel Rana
519 ভিউস

“মেহেরপুর চিত্র”র বিজয় উল্লাসে সাহিত্য পাতা-

সীমারেখা
-নাজমুস সাকিব, পশ্চিমবঙ্গ, ভারত।

বেলা শেষে দিবস মেশে রাতের কিনারায়,
দুনিয়াবাসী তাদের ভাষায় গোধূলি তারে কয়।
তিমির রাতের প্রান্তভাগে আলো-আঁধারির খেলা,
রাতের সীমার বাঁধন টুটে ভাতিল ঊষার বেলা।
চন্দ্র-সূর্য গ্রহতারা আপন কক্ষে আত্মহারা,
স্বীয় সীমায় ঘুরে চলে অনন্তকাল তারা।
সিন্ধু মাঝে ওঠে যে ঢেউ আছড়ে পড়ে তটে,
কিচ্ছুটি নয় বাঁধনছাড়া শৃংখলাহীন মোটে।
মরণ হলো সীমারেখা এপার ওপার মাঝে,
জনমেতে হয় যে শুরু জীবন-বীণা বাজে।
গরু যেমন খুঁটোয় বাঁধা, দড়ির সীমায় চরে,
মোদের জীবন তেমনি করে কটা দিনের তরে।
তবুও কী ভাবছি মোরা স্বীয় জীবন লয়ে,
বিশৃঙ্খল জীবন-যাপন চলছে সমান তালে!
মানব-জ্ঞানের সীমা আছে, নয়কো অসীম জ্ঞানী,
সেই সীমানার বাইরে যা হয়, আমরা নাহি জানি।
অধিকারের সীমা আছে, মানতে হবে তাহা,
সীমারেখা লঙ্ঘন হলে, ঘটবে বিপদ ডাহা।
সর্বক্ষেত্রে সর্বোচ্চ এক সীমারেখা রয়,
অতিক্রমে মহাবিপদ ঘটতে দেরি নয়।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন