Home » শতবর্ষে শ্রদ্ধাঞ্জলী হে শেখ মুজিব -টি এম মনোয়ার হোসেন

শতবর্ষে শ্রদ্ধাঞ্জলী হে শেখ মুজিব -টি এম মনোয়ার হোসেন

কর্তৃক Md. Sohel Rana
176 ভিউস
  • “মেহেরপুর চিত্র”র বিজয় উল্লাসে সাহিত্য পাতা-

শতবর্ষে শ্রদ্ধাঞ্জলী হে শেখ মুজিব
-টি এম মনোয়ার হোসেন, পঞ্চগড়।

লাল-সবুজের এ পতাকায়
মিশে আছো তুমি
কে তোমাকে ভুলেছে ভাই
ভুলেছি কী আমি!

আমি জানি সবাই জানে
৭ই মার্চের ভাষণ
এ ভাষণই বুঝতে শেখায়
পাক বাহিনীর শোষণ।

কাব্যিকতায় মুগ্ধ হয়ে
দেশের জনগণ
স্বাধীনতা ছিনিয়ে আনতে
সবাই দিলেন মন।

মুক্তি যুদ্ধ কেবল শুধু
জন যুদ্ধই নয়
নিপীড়িত জনগণের
হলো মহা জয়।

আঙ্গুল তুলে কড়া কথা
শুনিয়ে দিলে তুমি
বাংলা আমার, এ বাঙ্গালীর
পবিত্র জন্ম ভূমি।

ঘুম ছিলো না চোখে কারো
ঘুম ছিলো না তোমার
একটাই চাওয়া, একটাই পাওয়া
দেশটা মুক্ত করার।

টুঙ্গীপাড়ার খোকা তুমি
সব বাঙ্গালীর প্রাণ
গোলাপ হয়ে ফুটে ছিলে
ছড়িয়ে দিতে ঘ্রাণ।

বেঁচে থাকো হে মহাবীর
লক্ষ বছর ধরে
আছো, থাকবে অমর হয়ে
সবার হৃদয় জুড়ে।

-মিঠাপুকুর,পঞ্চগড়। ১৫-০৩-২০২০ইং

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন