Home » মেহেরপুর ইলেকট্রিক ব্যবসায়িকদের মিলন মেলা অনুষ্ঠিত।

মেহেরপুর ইলেকট্রিক ব্যবসায়িকদের মিলন মেলা অনুষ্ঠিত।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
1112 ভিউস

মেহেরপুর চিত্র
২২/১০/২৩
এস কে আর পি গ্রুপ ও রোমান ট্রেডাস আয়োজনে মেহেরপুর ইলেকট্রিক ব্যবসায়িকদের মিলন মেলা অনুষ্ঠিত হয় । আজ শুক্রবার সকাল ১০ টার সময় মুজিবনগর পর্যটক মোটেলে
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রোমান ট্রেডাস মালিক মোঃ রোমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস কে আর পি গ্রুপ এর ডিরেক্টর অপারেশন জনাব মোঃ সাইফুল ইসলাম,
এস কে আর পি গ্রুপ এর সেলস অ্যাডমিন
মো. তানভীর আহমেদ সোহেল, সেলস ম্যানেজার- কুদ্দুস আলি, রিজোনাল ম্যানেজার -ফরহাদ হোসেন, ডেপুটি ম্যানেজার -কামরুল ইসলাম
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা উজ্জল ব্রোথেস মালিক মোহাম্মদ উজ্জল, মিশু স্টোরের মালিক মোঃ মাসুদুর রহমান (মিশু), শুভেচ্ছা এন্টারপ্রাইজ এর মালিক মোহাম্মদ পলাশ, রাশেদ ট্রেডার্সের মালিক মোহাম্মদ রাশেদুজ্জামান , বক্তব্য রাখেন আমঝুপি বাজারের আসিবে ইলেকট্রিক মালিক আকতারুজ্জামান, মেহেরপুর কোটমোড়ের ব্যবসায়ী আব্দুল মজিদ, থানাপাড়ার ব্যবসায়িক মোহাম্মদ শামীম, মুজিবনগর উপজেলা কোমরপুর বাজারের ইলেকট্রিক ব্যবসায়িক মোহাম্মদ হাসিব, কেদারগঞ্জ বাজারের মোল্লা ব্যাটারি মালিক মোঃ মোল্লা, সহ মেহেরপুর জেলার ইলেকট্রিক ব্যবসায়িকরা এই মিলন মেলায় অংশগ্রহণ করেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন