Home » একাত্তরে দেশটা পেলাম -চিত্তরঞ্জন সাহা চিতু

একাত্তরে দেশটা পেলাম -চিত্তরঞ্জন সাহা চিতু

কর্তৃক Md. Sohel Rana
537 ভিউস

“মেহেরপুর চিত্র”র বিজয় উল্লাসে সাহিত্য পাতা-

একাত্তরে দেশটা পেলাম
-চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা।

একাত্তরে আমার এদেশ
আমরা পেলাম ফিরে,
ভাই হারানোর শোকের ব্যথা
তাই তো আছে ঘিরে।

পুত্র হারা মায়ের চোখে
আজও তো জল আসে,
রক্তে সাগর ভাসলো এদেশ
সবুজ ঘাসে ঘাসে।

মাথা নত তাও করেনি
করলো স্বাধীন তারা,
শ্রদ্ধা জানাই আজকে তাদের
বীরযোদ্ধা যারা।

কবি,ছড়াকার, গীতিকার, বড় বাজার, চুয়াডাঙ্গা।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন