Home » মেহেরপুর বিএ ডিসি বারাদী এগ্রো সার্ভিস সেন্টার উদ্যোগে চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মেহেরপুর বিএ ডিসি বারাদী এগ্রো সার্ভিস সেন্টার উদ্যোগে চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
190 ভিউস

বারাদী প্রতিনিধ
২৯/০৫/২৪
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন উদ্যান জাতীয় ফসলের বীজ, চারা, গুটি, কলম উৎপাদন কলাকৌশল ও বিপণন কার্যক্রম উপর চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ,এস, সি, উপ পরিচালক বিএডিসি বারাদীর আয়োজন
গতকাল সকাল ৯ টার সময় এগ্রো সার্ভিস সেন্টার বিএটিসি বারাবি নিজস্ব হলরুম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ,এস, সি, উপ পরিচালক জনাব কে এম মনিরুজ্জামান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এফ এম শফিকুল ইসলাম যুগ্নপরিচালক বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র বিএডিসি চুয়াডাঙ্গা, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজয় কৃষ্ণ হালদার উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুর , মোঃ মোশেদুল ইসলাম যুগ্মপরিচালক (পার্ট বীজ) বিএ ডিসি উৎপাদন খামার চিতলা গাংনী, গোলক নাথ বনিক উপপরিচালক সবজি বীজ বিএ ডিসি আমঝুপি, মো: মিনহাজউদ্দিন উপ-পরিচালক বিএ ডিসি বীজ উৎপাদন খামার বারাদী, মো:জিয়াউর রহমান উপপরিচালক বীজ প্রক্রিয়াজাতকরণ বিএ ডিসি আমঝুপি,মোহাম্মদ ইকবাল হোসাইন উপপরিচালক কনট্রসগ্রস বিএ ডিসি আমঝুপি । দিনব্যাপী প্রশিক্ষণে মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামের কৃষকরা অংশগ্রহণ করেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন