বারাদী প্রতিনিধ
২৯/০৫/২৪
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন উদ্যান জাতীয় ফসলের বীজ, চারা, গুটি, কলম উৎপাদন কলাকৌশল ও বিপণন কার্যক্রম উপর চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ,এস, সি, উপ পরিচালক বিএডিসি বারাদীর আয়োজন
গতকাল সকাল ৯ টার সময় এগ্রো সার্ভিস সেন্টার বিএটিসি বারাবি নিজস্ব হলরুম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ,এস, সি, উপ পরিচালক জনাব কে এম মনিরুজ্জামান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এফ এম শফিকুল ইসলাম যুগ্নপরিচালক বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র বিএডিসি চুয়াডাঙ্গা, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজয় কৃষ্ণ হালদার উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুর , মোঃ মোশেদুল ইসলাম যুগ্মপরিচালক (পার্ট বীজ) বিএ ডিসি উৎপাদন খামার চিতলা গাংনী, গোলক নাথ বনিক উপপরিচালক সবজি বীজ বিএ ডিসি আমঝুপি, মো: মিনহাজউদ্দিন উপ-পরিচালক বিএ ডিসি বীজ উৎপাদন খামার বারাদী, মো:জিয়াউর রহমান উপপরিচালক বীজ প্রক্রিয়াজাতকরণ বিএ ডিসি আমঝুপি,মোহাম্মদ ইকবাল হোসাইন উপপরিচালক কনট্রসগ্রস বিএ ডিসি আমঝুপি । দিনব্যাপী প্রশিক্ষণে মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামের কৃষকরা অংশগ্রহণ করেন।