Home » মেহেরপুর জেলার সাহিত্যিক মেলা-২২ শুভ উদ্বোধন

মেহেরপুর জেলার সাহিত্যিক মেলা-২২ শুভ উদ্বোধন

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
509 ভিউস

নিজস্ব প্রতিবেদকঃ
২৩/১০/২২
মেহেরপুর জেলার সাহিত্যিক মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

রবিবার(২৩অক্টোবর-২২) সকাল সাড়ে ৯টার সময় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির হলরুমে মেহেরপুর জেলার সাহিত্যিক মেলা অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর জেলার সাহিত্যিক মেলা
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- ড. মোঃ মনসুর আলম খান জেলা প্রশাসক মেহেরপুর, এই মেলার শুভ উদ্বোধন করেন- ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামিরুল ইসলাম সহকারী পুলিশ সুপার মেহেরপুর, বাবুল মিয়া উপসচিব (অনুষ্ঠান) সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ঢাকা, শরিফুল ইসলাম উপ-পরিচালক বাংলা একাডেমী ঢাকা, আবদুল্লাহ আল আমিন সহকারি অধ্যাপক মেহেরপুর সরকারি কলেজ প্রমূখ।

মেহেরপুর জেলা প্রশাসন ও বাংলা একাডেমির যৌথ আয়োজনে দিনব্যাপী কর্মশালায় মধ্য দিয়ে বক্তব্য রাখেন স্থানীয় কবি, সাহিত্যিক, গীতিকার সংগীতশিল্পীবৃন্দ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন