Home » একটু ছুঁতে -আব্দুস সাত্তার শাহারী

একটু ছুঁতে -আব্দুস সাত্তার শাহারী

কর্তৃক Md. Sohel Rana
698 ভিউস
  • “মেহেরপুর চিত্র”র বিজয় উল্লাসে সাহিত্য পাতা-

একটু ছুঁতে
-আব্দুস সাত্তার শাহারী, খুলনা।

হাসনাহেনা কইগো তোমার
রাতের সুবাস গন্ধ।
জোনাক-ঝিঁঝিঁর কলতানে
গাঁথছে হাওয়া ছন্দ।

পদ্ম দিঘীর শব্দ-জলে
পদ্ম ফুলের দলযে।
নড়েচড়ে দিচ্ছে উঁকি
ডাকছে হিজল বনযে।

জ্যোৎস্না রাতে চাঁদের দেশে
আলোর মেলা চলছে।
ঝিকিমিকি ঝাউয়ের বনে
সবুজ শাখা দুলছে।

রাতের হুতুম ডাক ছেড়েছে
বাদুড় তোরা কই।
এইতো সুযোগ ফসল ক্ষেতে
বাঁধাবো হইচই।

দাঁড়িয়ে আছে উঁচু পাহাড়
পদ্ম পুকুর গ্রামযে।
একটু ছুঁতে সেথায় যেতে
চায় আমার এ মনযে।
———————-
-আব্দুস সাত্তার শাহারী, খুলনা। ৩০/৯/২০

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন