Home » শোক সংবাদ, মেহেরপুর চিত্র পরিবার শোকাহত

শোক সংবাদ, মেহেরপুর চিত্র পরিবার শোকাহত

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
817 ভিউস

মেহেরপুর জেলা জজ কোর্টের বার কাউন্সিলের সাবেক সভাপতি আমঝপির কৃতি সন্তান এডভোকেট রহমাতুল্লাহ আজ রাত ৮, ১০মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহমে জানাজার নামাজআ গামীকাল সকাল ১০ টা সময় আমঝুপি আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার পরিবার। আল্লাহু তায়ালা যেন ওনাকে জান্নাতবাসী করুন আমীন, শোকাহত পরিবারকে আল্লাহতালা ধৈর্য ধরার তৌফিক দান করুন আমীন। এই মৃত্যুতে মেহেরপুর চিত্র পরিবার শোকাহত।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন