মেহেরপুর জেলা জজ কোর্টের বার কাউন্সিলের সাবেক সভাপতি আমঝপির কৃতি সন্তান এডভোকেট রহমাতুল্লাহ আজ রাত ৮, ১০মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহমে জানাজার নামাজআ গামীকাল সকাল ১০ টা সময় আমঝুপি আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার পরিবার। আল্লাহু তায়ালা যেন ওনাকে জান্নাতবাসী করুন আমীন, শোকাহত পরিবারকে আল্লাহতালা ধৈর্য ধরার তৌফিক দান করুন আমীন। এই মৃত্যুতে মেহেরপুর চিত্র পরিবার শোকাহত।