Home » অন্য রকম দিব্যি -এস এম মাসুদ রানা

অন্য রকম দিব্যি -এস এম মাসুদ রানা

কর্তৃক Md. Sohel Rana
239 ভিউস
  • মেহেরপুর চিত্র‘র শুক্রবারের সাহিত্য পাতা-

অন্য রকম দিব্যি
-এস এম মাসুদ রানা, ময়মনসিংহ।

আমি চেঁচুয়া শাপলা বিলের
দিব্যি খেয়ে বলছি,
তোমাকে হেমন্তের একমুঠো উড়ন্ত
কুয়াশা দিবো।

আমি সবুজ ত্রিশাল উপজেলার
দিব্যি খেয়ে বলছি,
তোমাকে এক আকাশ নির্ভেজাল
অক্সিজেন দিবো।

আমি সূতিয়া নদীর
দিব্যি খেয়ে বলছি,
নদীর বুকে দলবেঁধে ভেসে বেড়ানো
রাজহাঁসের মাংসের রোস্ট খাওয়াবো।

আমি ত্রিশাল দরিরামপুর বাস স্টেশনে
দিব্যি খেয়ে বলছি,
তোমাকে যানজট মুক্ত ত্রিশাল দিবো।

-এস এম মাসুদ রানা, কবি, সাংবাদিক, ময়মনসিংহ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন