Home » স্মার্ট মেহেরপুর বিনির্মানে মুুজিবনগরে স্ট্রেস ম্যানেজমেন্ট কর্মশালা অনুষ্ঠিত

স্মার্ট মেহেরপুর বিনির্মানে মুুজিবনগরে স্ট্রেস ম্যানেজমেন্ট কর্মশালা অনুষ্ঠিত

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
419 ভিউস

মুুজিবনগর প্রতিনিধিঃ
১৩/০৩/২৩
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে স্ট্রেস ম্যানেজমেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগীতায় মুুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের বাস্তবায়নে (আজ ১৩ মার্চ) সোমবার দুপুর ২টায় মুুজিবনগর অডিটোরিয়াম হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও সভাপতি হিসাবে উপস্হিত ছিলেন মুুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এসময় মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন, মুুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেন, গণিত শিক্ষক এনামুল হক,বিজ্ঞান শিক্ষিকা রোকসানা পারভিনসহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক- শিক্ষিকা ও অন্যান্যরা উপস্হিত ছিলেন।সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাংলা সহকারী শিক্ষক আঃ আলীম।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন