Home » স্বপ্নহীনজীবনের মধ্য দুপুরে -মুহম্মদ মহসীন

স্বপ্নহীনজীবনের মধ্য দুপুরে -মুহম্মদ মহসীন

কর্তৃক Md. Sohel Rana
515 ভিউস

“মেহেরপুর চিত্র”র  সাপ্তাহিক শুক্রবারের  সাহিত্য পাতা-

স্বপ্নহীনজীবনের মধ্য দুপুরে
-মুহম্মদ মহসীন, মেহেরপুর।

ক্ষত ভাবনাগুলো-
কতটা বছর বলো দেবো আর পাহারা
স্মৃতিরা ধনুষ্টংকারের মত স্বপ্নহীন জীবনের মধ্য দুপুরে
নৃত্যের ঢঙে হাজারো রঙে
খেলেনা সেই ঘাস ফড়িং আগের মত খেলা।

মৌ মিতা তুমিই বলো-
ভালবাসা হত্যার দায়ে কতটা অপরাধ করেছো তুমি
আমার চিন্তা চেতনা, যৌবন, বসন্ত দিন
স্বপ্নগুলোকে এক ঘরে করে
কেড়েছে সমস্ত ছন্দ শব্দ সুখ এর দাড়ি কমা ইত্যাদি।
সত্যিই আমি আর ভালো নেই-
কেননা বাস্তবতার পাথর ভাঙতে ভাঙতে
যন্ত্রণার গাঢ় অন্ধকার হয়েছি সেই কবে একাকী।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন