Home » সুনামগঞ্জ বিজিবি’র অভিযানে ভারতীয় কয়লাসহ ১টি মোটরসাইকেল আটক

সুনামগঞ্জ বিজিবি’র অভিযানে ভারতীয় কয়লাসহ ১টি মোটরসাইকেল আটক

কর্তৃক Md. Sohel Rana
450 ভিউস

সুনামগঞ্জ বিজিবি অভিযানে কয়লাসহ ১টি মোটরসাইকেল আটক

-শফিকুল ইসলাম স্বাধীন;সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অভিযানে ভারতীয় কয়লাসহ একটি মটরসাইকেল আটক করেছে।

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় ভারতীয় কয়লাসহ একটি(মটরসাইকেল) ট্যাকেরঘাট বিওপির টহল দল।
রবিবার (১জানুয়ারি-২৩) সকাল সাড়ে ১০ঘটিকায় সীমান্ত মেইন পিলার ১২০০ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন নামক স্থান হতে ১০০ কেজি ভারতীয় কয়লা এবং (১টি মটর সাইকেল) আটক করে বিজিবি।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবি) পিবিজিএম পরিচালক মোঃ মাহবুবুর রহমান জানান, সর্বমোট সিজার মূল্য আনুমানিক ৭২,০০০/- টাকা এবং আটককৃত মটর সাইকেল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন