Home » সাংবাদিক আক্তারুজ্জামানের মায়ের ইন্তেকাল করায় মেহেরপুর চিত্র পরিবারের পক্ষ থেকে আমরা শোকাহত

সাংবাদিক আক্তারুজ্জামানের মায়ের ইন্তেকাল করায় মেহেরপুর চিত্র পরিবারের পক্ষ থেকে আমরা শোকাহত

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
1126 ভিউস

জাতীয় দৈনিক “সংগ্রাম” পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি এবং “মেহেরপুর চিত্র” অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মোঃ আক্তারুজ্জামান ভাইয়ের “মা” আনুমানিক সকাল দশটায় ৪০ মিনিটের সময় মেহেরপুর সদর হাসপাতালে স্টক জনিত কারণে- ইন্তেকাল করিয়াছেন।
বুধবার ২৬ অক্টোবর-২২, ৭৮ বছর বয়সে তার ছেলে-সন্তান, আপনজন, আত্মীয়-স্বজন, বহু গুনগ্রাহী রেখে স্রষ্টার ডাকে সাড়া দিয়ে না ফিরার দেশে পাড়ি দিয়ে চলে গেছে-
:
[(ইন্না- লিল্লা-হি ওয়া ইন্না- ইলাইহি রজি’ঊন। আল্লা-হুম্মা আজিরনী ফী মুসীবাতী ওয়াআখলিফলী খইরম্ মিনহা), অর্থ: আমরা আল্লাহর জন্য এবং আমাদের তাঁরই দিকে ফিরে যেতে হবে। হে আল্লাহ !আমাকে আমার বিপদের বিনিময়ে সওয়াব দাও এবং যা হারিয়ে গেছে তা অপেক্ষা উত্তম কিছু প্রদান কর।]
মেহেরপুর চিত্র পরিবারের পক্ষ থেকে
মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। রেখে যাওয়া পরিবারের সকল সদস্য বর্গের প্রতি সমবেদনা ও সদস্যদের যেন সৃষ্টিকর্তা ধর্যধারণ করার তৌফিক দান করেন। আমিন।।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন