Home » সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ অবিলম্বে আটক দাবি।

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ অবিলম্বে আটক দাবি।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
78 ভিউস

মেহেরপুর চিত্র
১২/০২/২৪

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ অবিলম্বে আটক দাবি।
আমঝুপিতে সড়ক দুর্ঘটনার নিউজ কভার করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার মেহেরপুরে দুই সাংবাদিক, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান ও দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি পাভেল সহ সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা জানিয়ে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি। এ বিষয়ে মেহেরপুর প্রেসক্লাব সভাপতি ফজলুল হক(মন্টু) সাধারণ সম্পাদক মাজিদুল হক (মানিক) সহ সাংবাদিকরা বলেন এটা পরিকল্পিত হামলা হামলাকারী যেই হোক না কেন , তাদেরকে ২৪ ঘন্টায় মধ্যে আটক করতে হবে, প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন। যদি আটক না হয় তাহলে মেহেরপুরের সাংবাদিকরা নতুন কর্মসূচি দেবে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন