Home » শোক সংবাদ মেহেরপুর চিত্রর পরিবার শোকাহত ।

শোক সংবাদ মেহেরপুর চিত্রর পরিবার শোকাহত ।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
876 ভিউস

মেহেরপুর চিত্র
২৫/০৫/২৩
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি উত্তরপাড়া অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমানের চতুর্থ সন্তান ও ইসলামনগর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুজ্জামান (লাড্ডু) গতকাল পাঁচটার সময় ব্রেন্ড স্ট্রোক জনিত কারণে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শোকাহত পরিবার প্রতি আল্লাহতালা ধৈর্য ধরার তৌফিক দান করুন আমিন। তারুণ্যের অহংকার, সাদা সুদে মানুষ, কোন মানুষের উপরে রাগ ঝাল করতো না, সেই মানুষটি খায়রুজ্জামান (লাড্ডু) মৃত্যুত মেহেরপুর চিত্রর পরিবার শোকাহত। আল্লাহু যেন উনাকে বেহেস্তে নসিব করুন আমিন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন