Home » যুদ্ধ আর যুদ্ধ -সিরাজুল ইসলাম মুন্টু

যুদ্ধ আর যুদ্ধ -সিরাজুল ইসলাম মুন্টু

কর্তৃক Md. Sohel Rana
519 ভিউস
  • মেহেরপুর চিত্র’র শুক্রবারের সাহিত্য পাতা-

যুদ্ধ আর যুদ্ধ
-সিরাজুল ইসলাম মুন্টু, নওগাঁ।

একাত্তরে যুদ্ধ ছিলো
হানাদারদের সাথে,
কত লাশ পড়ে ছিলো
মাঠে ঘাটে পথে।

স্বাধীনতার জন্য ওরা
করেছিলো যুদ্ধ,
শত্রুসেনা তাড়িয়ে দিয়ে
দেশ করেছে শুদ্ধ।

ওরা চেয়েছে যুদ্ধ করে
স্বাধীন করবে দেশ,
থাকবেনা কারো মনে
দুঃখ ব্যথা ক্লেশ।

নতুন যুদ্ধ করতে হবে
দ্রব্য মূল্যের সাথে,
কেমন করে যুদ্ধ করি
অস্ত্র নাকি হাতে।

যুদ্ধ করার কিছু নেই
বাক হলো রুদ্ধ,
স্বাধীনতার এতো বছরে
হয়নি বাঙালী শুদ্ধ।

আবার একটা যুদ্ধ হবে
অভাব আকালে সাথে,
আমজনতা সজাগ হয়ে
নাও অস্ত্র হাতে।

জন্ম থেকে যুদ্ধ করে
মানুষ আজীবন,
কারো মন পচে গেছে
কারো ভালো মন।

কবি- সিরাজুল ইসলাম মুন্টু, নওগাঁ।
তাং০২/১২/২০২২খ্রীঃ

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন