Home » মেহেরপুর ৭৩-১ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ফরহাদ হোসেন বিজয় ঘোষণা ।

মেহেরপুর ৭৩-১ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ফরহাদ হোসেন বিজয় ঘোষণা ।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
922 ভিউস

মেহেরপুর চিত্র
০৭/০১/২৪
মেহেরপুর ৭৩- ১ নির্বাচনী এলাকা মোট কেন্দ্র ৯০টি। সর্ব শেষ প্রাপ্ত ফলাফল কেন্দ্র সংখ্যা ১১৭ টি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপক ফরাদ হোসেন নৌকা মার্কা ৯৪৩০৩,পেয়ে বিজয় হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্) প্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান ট্রাক মার্কা ৫৭৬৮২ ভোট পেয়েছেন। বেসরকারিভাবে ফলাফলে বিজয় হয়েছেন ৩৬৬২১ ভোটে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বিজয় হয়েছেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন