Home » মেহেরপুর সাহিত্য পরিষদে কবিতা পাঠ ও ‘ঠিকানা’ প্রকাশ সংক্রান্ত আলোচনাসভা

মেহেরপুর সাহিত্য পরিষদে কবিতা পাঠ ও ‘ঠিকানা’ প্রকাশ সংক্রান্ত আলোচনাসভা

কর্তৃক Md. Sohel Rana
638 ভিউস
  • মেহেরপুর সাহিত্য পরিষদে কবিতা পাঠ ও ‘ঠিকানা’ প্রকাশ সংক্রান্ত আলোচনাসভা

নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুর সাহিত্য পরিষদে কবিতা পাঠ ও স্মারক গ্রন্থ ‘ঠিকানা’ প্রকাশ সংক্রান্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ডিসেম্বর-২২) বিকাল ৪ঘটিকায় মেহেরপুর সাহিত্য পরিষদের নিজস্ব কার্যালয়ে (পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণ) মাসিক কবিতা পাঠ ও স্মারক গ্রন্থ ‘ঠিকানা’ প্রকাশ সংক্রান্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সাহিত্য পরিষদের কবিতা পাঠ ও স্মারক গ্রন্থ ‘ঠিকানা’ প্রকাশ সংক্রান্ত আলোচনাসভায় মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- আবুল হাসেম, নাসির উদ্দীন আহমেদ, আবু লায়েছ লাবলু, এস.এম.এ.মান্নান, নূর হোসেন, সাদেকুজ্জামান সেন্টু, ওবাইদুর রহমান, এস এম আসাদুল ইসলাম খোকন, এম. সোহেল রানা, মহিবুল ইসলাম, আতিয়া খন্দকার, মিনারুল ইসলাম, লিয়াকত আলী প্রমুখ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন