Home » মেহেরপুর সদর, গাংনী উপজেলায় মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালন

মেহেরপুর সদর, গাংনী উপজেলায় মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালন

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
225 ভিউস

মেহেরপু৷ প্রতিনিধি
২৬/০৩/২৪
মেহেরপুরে সদর, গাংনী উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। গতকাল সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনটির সূচনা করা হয়।
সূর্যদয়ের সাথে সাথে মেহেরপুর শহীদ স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ করেন । সকাল ৮-১৫ মিনিটের সময় মেহেরপুর স্টেডিয়ামে মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসক মো শামীম হাসান জাতীয় সংগীতে সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় সেখানে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন ওড়ানো হয়। পরে সেখানে মনোজ্ঞ
কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ পুলিশ, জেল পুলিশ, মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি সরকারি কলেজ, বিএনসিসি সরকারি মহিলা কলেজ, বিএনসিসি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, রোভার সরকারি কলেজ, রোভার সরকারি মহিলা কলেজ, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজ, মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ,
এ সময় জেলা প্রশাসক মোঃ শামীম হাসান এবং পুলিশ সুপার মোঃ নাজমুল হক প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ।আর অংশগ্রহণ করেন মেহেরপুর বিএ ডিসি উপ পরিচালক গোলক নাথ (বনিক )
মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিস, জেলা সমবায় অফিস, মেহেরপুর প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারা উপস্থিত ছিলেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন