
নিজস্ব প্রতিনিধি
১৭/০৫/২৩
মেহেরপুর  সদর উপজেলা  সড়ক দুর্ঘটনা  স্কুল ছাত্র মৃত্যু হয়েছে  । জানা গেছে
মেহেরপুর সদর উপজেলা শোলমারী গ্রামের  আশরাফ আলীর ছেলে ও শোলমারী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণি ছাত্র  শাওন আলী (১৫) মৃত্যু হয়েছে। এলাকা সূত্রে জানা যায়  আজ সকাল সাড়ে নটার সময়  শাওন আলী ও সৌরভকে নিয়ে মোটরসাইকেল যোগে শোলমারী থেকে মেহেরপুর আসছিল।পথের মধ্যেই শোলমারীর  তেরঘরিয়া বিলের রাস্তার পাশে  দাঁড়িয়ে থাকার পাওয়ার টিলারকে  সাথে সজরে ধাক্কা মারলে শাওন আলী ও সৌরভকে মারাত্মক আহত হন।  আশেপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করেন  মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন এ সময় শাওনের অবস্থা অবনতি ঘটলে  কর্তব্যরত চিকিৎসক  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন । রাজশাহী নিয়ার পথের মধ্যেই শাওনের মৃত্যু হয় ।
মৃত্যুর খবর  এলাকায় পৌঁছালে  সুখের ছায়া নেমে আসে। 


 
												 
