Home » মেহেরপুর সদর উপজেলা সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু ।

মেহেরপুর সদর উপজেলা সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু ।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
495 ভিউস

নিজস্ব প্রতিনিধি
১৭/০৫/২৩
মেহেরপুর সদর উপজেলা সড়ক দুর্ঘটনা স্কুল ছাত্র মৃত্যু হয়েছে । জানা গেছে
মেহেরপুর সদর উপজেলা শোলমারী গ্রামের আশরাফ আলীর ছেলে ও শোলমারী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণি ছাত্র শাওন আলী (১৫) মৃত্যু হয়েছে। এলাকা সূত্রে জানা যায় আজ সকাল সাড়ে নটার সময় শাওন আলী ও সৌরভকে নিয়ে মোটরসাইকেল যোগে শোলমারী থেকে মেহেরপুর আসছিল।পথের মধ্যেই শোলমারীর তেরঘরিয়া বিলের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার পাওয়ার টিলারকে সাথে সজরে ধাক্কা মারলে শাওন আলী ও সৌরভকে মারাত্মক আহত হন। আশেপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করেন মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন এ সময় শাওনের অবস্থা অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন । রাজশাহী নিয়ার পথের মধ্যেই শাওনের মৃত্যু হয় ।
মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে সুখের ছায়া নেমে আসে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন