Home » মেহেরপুর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে ১০জন দুস্থ মহিলাদের মাঝে শেলাই মেশিন বিতরন।

মেহেরপুর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে ১০জন দুস্থ মহিলাদের মাঝে শেলাই মেশিন বিতরন।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
454 ভিউস

মেহেরপুর প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখা আত্মকর্ম সংস্থান সৃষ্টির লক্ষে ১০ জন দুস্থ মহিলার মাঝে শেলাই মেশিন বিতরন করা হয় ।গতকাল মঙ্গলবার শেলাই মেশিন বিতরনের অনুষ্ঠানের প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের আমীর,কেন্দ্রীয় শুরা সদস্য মাও, তাজউদ্দীন খান, বিষেশ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওঃ মাহাবুব উল আলম, সদর উপজেলা আমীর মাওঃ সোহেল রানা,পৌর আমীর সোহেল রানা ডলার। সদর উপজেলা বিভিন্ন গ্রাম থেকে বাছাই করে দোস্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন