Home » মেহেরপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের”দ্বিবার্ষিক সম্মেলন”২০২৩ সম্পন্ন

মেহেরপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের”দ্বিবার্ষিক সম্মেলন”২০২৩ সম্পন্ন

কর্তৃক Md. Sohel Rana
550 ভিউস

মেহেরপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের”দ্বিবার্ষিক সম্মেলন”২০২৩ 

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা শাখা জেলার দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

সোমবার(২জানুয়ারি-২৩) বিকাল সাড়ে তিনটের সময় ফেডারেশনের নিজস্ব কার্যালয় সম্মেলনে সভাপতিত্ব করেন- জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, সদস্যদের ভার্চুয়াল মাধ্যমে হাত তুলে সমর্থন করে ভোটাররা ভোট প্রদান করেন ২০২৩-২৪ সেশনের জন্য নতুন কার্যকরী পরিষদ গঠন, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও প্রবীণ শ্রমিক নেতা মাস্টার শফিকুল আলম, সহকারি নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন, প্রবীন সংগ্রামী শ্রমিক নেতা মোঃ গোলাম রসূল খাঁন, ভার্চুয়ালি যথাক্রমে আরো সংযুক্ত ছিলেন, যশোর, কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোঃ আক্তারুজ্জামান ও সহকারি অঞ্চল পরিচালক অধ্যাপক মাওলানা মশিয়ার রহমান। ২০২৩-২৪ সেশনের জন্য নতুন কার্যকরী পরিষদের একটি খসড়া প্যানেল, স্বশরীরে উপস্থিত ও ভার্চুয়ালি সংযুক্ত প্রায় অর্ধ-শতাধিক কাউন্সিলরের সামনে পাঠ করার পর পাশের জন্য অনুমোদন চাইলে সমস্বরে কণ্ঠ ভোটে ও হাত উঁচু করে পাস হয়। প্রধান নির্বাচন কমিশন বলেন, এই ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের কাজ করবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন