Home » মেহেরপুর, মুজিবনগর, গাংনীয় উপজেলায় পবিত্র ঈদুল আযহা যথাযথ মর্যাদায় পালিত ।

মেহেরপুর, মুজিবনগর, গাংনীয় উপজেলায় পবিত্র ঈদুল আযহা যথাযথ মর্যাদায় পালিত ।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
406 ভিউস

মেহেরপুর চিত্র
২৯/০৬/২৩
মেহেরপুর, মুজিবনগর, গাংনীয় উপজেলায় পবিত্র ঈদুল আযহা যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। আজ ২৯ শে জুন, ১০ জিলহজ্জ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান । আজকের দিনে পশু কোরবানির মধ্যে দিয়ে সারা বাংলাদেশ নেই মেহেরপুরেও পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা । মেহেরপুর জেলার সরকারি দল ও বিরোধীদলের নেতারা নিজ নিজ এলাকায় ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। জেলা পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন মেহেরপুর কেন্দ্র ঈদগাহ সহ মেহেরপুর জেলার সকল ঈদগাহ ময়দানের জামাতে নিরাপত্তা প্রদান করেছেন মেহেরপুর পুলিশ। এছাড়াও মেহেরপুর জেলার পর্যটক কেন্দ্র গুলো যেন আইনশৃঙ্খলা অবনতি না ঘটে সে ব্যাপারেও নজর রেখেছে মেহেরপুর জেলা পুলিশ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন