Home » মেহেরপুর মুজিবনগর উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

মেহেরপুর মুজিবনগর উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
123 ভিউস

মুজিবনগর থেকে খাইরুল বাসার
০৯/০৮/২৪

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল বৈকাল সাড়ে ৫ সময় মুজিবনগ উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব খাইরুল বাসারের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর জনাব মাও, খানজাহান আলী। কর্মী সম্মেলনে প্রধান মেহমান হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমীর কেন্দ্রীয় শুরা সদস্য মেহেরপুর-১ আসনের জামায়াত মনোনীত নমিনী জনাব মাও, তাজউদ্দীন খান, বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য সাবেক জনাব জারজিস হুসাইন,জেলা তারবিয়াত সেক্রেটারি মাও রফিকুল ইসলাম,জেলা শ্রমিক কল্যান সভাপতি আব্দুর রওফ মুকুল,মেহেরপুর সদর শাখা জামায়াতের সেক্রেটারি জাব্বারুল ইসলাম,মুজিবনগর উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য জনাব ফজলুল হক গাজী,জনাব মাও ফিরাতুল ইসলাম,জনাব মোশাররফ হোসেন,জনাব আমির হোসেন। চারটি ইউনিয়ন আমীরগন উপস্থিত ছিলেন। উপজেলার পাচশত নেতা কর্মী এই সম্মেলনে অংশ গ্রহন করেন। জেলা আমীর বক্তব্য বলেন ১৫ বছর ৮ মাস স্বৈরাচার আওয়ামীলীগ সরকার জবর দখল পাথর হিসাবে মানুষের ঘাড়ে বসে ছিল আল্লাহ তায়ালার অশেষ রহমতে এই পাথরটা নেমেছে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন