Home » মেহেরপুর বিসিক শিল্প নগরির উপ-ব্যবস্থাপক ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুর বিসিক শিল্প নগরির উপ-ব্যবস্থাপক ঝুলন্ত মরদেহ উদ্ধার

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
399 ভিউস

মেহেরপুর চিত্র
২০/০৮/২৩

মেহেরপুর বিসিক শিল্প নগরির উপ-ব্যবস্থাপক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মেহেরপুর সদর থানা পুলিশ জানিয়েছেন আজ সকাল সাড়ে ৮ টার সময় মেহেরপুর বিসিক শিল্প নগরি আদুরে পুকুরের পাহাড়ের আম গাছের ডালের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে পুলিশ । পরিবার সূত্রে জানা যায় শামসুজ্জামান ঝিনাইদহ স্টেডিয়াম পাড়ার সওগাতুল ইসলামেরনন মেজো ছেলে। তিন মেহেরপুর বিসিক শিল্প নগরির উপ-ব্যবস্থা পব্যবস্থাপক হিসাবে যোগদান করেছেন । মেহেরপুর সদর থানা পুলিশ জানিয়েছেন। তিনি দ্বিতীয়বারের মতো উপ-ব্যবস্থাপক (ডেপুটি ম্যানেজার) শামসুজ্জামান মিঠুর । এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মেহেরপুর সদর থানার পুলিশ জানিয়েছেন আত্মহত্যা না হত্যা তদন্ত সাপেক্ষে বলা যাবে। তিনি আরো বলেন এ বিষয়ে মাঠে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনী।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন