Home » মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি জুনিয়র ইন্জিনিয়ার রওশন আলম স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ এলাকায় শোকের ছায়া

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি জুনিয়র ইন্জিনিয়ার রওশন আলম স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ এলাকায় শোকের ছায়া

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
509 ভিউস

মেহেরপুর চিত্র
০৬/১০/২৩

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি জুনিয়র ইন্জিনিয়ার
রওশন আলম স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করায় এলাকায় শোকের ছায়া। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে গতরাতে সদর দপ্তরে ক্যাম্পাসে অসুস্থ হয়ে পড়লে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা চলাকালীন রাত ১টা ৫০ মিনিটে মৃত্যুবারণ করেন (ইন্নালিল্লাহি – – ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। জানা গেছে ২০১২ সালে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে যোগদান করেন এবং মেহেরপুর সদর দপ্তরে কর্মরত ছিলেন। আজ সকাল ৬ টার সময় মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় জানাজায় উপস্থিত ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার স্বদেশ কুমার ঘোষ, মোঃ তিতাস হোসেন (এজিএম কম), মোহাম্মদ ফরহাদ হোসেন (এজিএম সেবা ) হাফিজুর রহমান (এজিএম প্রশাসন), মোঃ আক্তার হোসেন জুনিয়ার ইঞ্জিনিয়ার, ঠিকাদার মোহাম্মদ হাসেম আলী, মোঃ মুক্তাজুল ইসলাম(তাজল), মোঃ মোজাম্মেল, মেহেরপুরের পল্লীবিদ্যুৎ সমিতির বিভিন্ন জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারীগণ, লাইন ম্যান, সহকর্মী শুভাকাঙ্খীরা জানাজায় অংশগ্রহণ করেন।৷ মরহুমের নিজ জেলা নাটোর গ্রামের বাড়ি লালপুর দ্বিতীয় জানাজা আজ বাদ জুমা অনুষ্ঠিত হবে। তিনি এক স্ত্রী ২ ছেলে সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেলেন ।

এদিকে – মেহেরপুর চিত্র প্রকাশক সম্পাদক আকতারুজ্জামান সহ চিত্র পরিবার জুনিয়র ইন্জিনিয়ার রওশন আলম এর মৃত্যুতে শোকাহত। মরহুমের আত্মার মাগফিরাতের কামনা করছি। আল্লাহ ওনাকে যেন জান্নাতবাসী করেন । পরিবারের সকল সদস্যগণকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন আমিন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন