Home » মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গাংনী ২ আসনের৷ সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন আটক।

মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গাংনী ২ আসনের৷ সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন আটক।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
181 ভিউস

মেহেরপুর চিত্র
০৬/১০/২৪

মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গাংনী ২ আসনের৷ সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন আটক করেছে গাংনী থানা পুলিশ পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের জানিয়েছেন ।গাংনী থানা পুলিশ সাংবাদিকদের জানিয়েছেন আমজাদ হোসেনের নামে নাশকতার অভিযোগ রয়েছে। তাই তাকে গাংনী উপজেলা ধানখোলা ইউনিয়নের পুড়াপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হতে প্রেরণের প্রস্তুতি চলছে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন