Home » মেহেরপুর জেলা আমীর হিসাবে মাওলানা তাজউদ্দীন খানের শপথ গ্রহণ

মেহেরপুর জেলা আমীর হিসাবে মাওলানা তাজউদ্দীন খানের শপথ গ্রহণ

কর্তৃক Md. Sohel Rana
570 ভিউস

জামায়াতে ইসলামী বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার আমীর হিসাবে মাওলানা তাজউদ্দীন খানের শপথ

মেহেরপুর জেলা আমীর হিসাবে মাওলানা তাজউদ্দীন খানের শপথ গ্রহণ। শনিবার (১৯নভেম্বর-২২) সকাল ১০টার সময়  ২০২৩-২৪ সেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার ২বছরের জন্য জেলা আমীর হিসাবে শপথ গ্রহণ করেন মাওলানা তাজউদ্দীন খান। মেহেরপুর জেলার পুরুষ ও মহিলা রুকনদের গোপন ভোটের মাধ্যমে কেন্দ্রীয় মেহমানের উপস্থিতিতে তিনি নির্বাচিত হন। শপথ গ্রহণ অনষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য নির্বাহী পরিষদ সদস্য কুষ্টিয়া যশোর অঞ্চল পরিচালক ড. মোবারক হোসেন এই শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলার নবনির্বাচিত জেলা আমীর এ্যাড. রুহুল আমীন। এছাড়াও জেলা শুরা ও কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন