গাংনী উপজেলা প্রতিনিধি
০১/০৬/২৪
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী উপজেলা শাখা,মেহেরপুরের উদ্যোগে এলাকার দুস্থ অসহায় মহিলাদের মাঝে আত্মকর্ম সংস্থানের উদ্দেশ্যে শেলাই মেশিন বিতরন করা হয়। গাংনী উপজেলা জামায়াতের আমীর জনাব ডা: রবিউল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি জনাব শফিকুল ইসলামের পরিচালনায় শেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মেহেরপুর জেলার তদারককারী জনাব ড. আলমগীর বিশ্বাস,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের আমীর জনাব মাও, তাজউদ্দীন খান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাও, মাহবুবুল আলম,জেলা সেক্রেটারি জনাব ইকবাল হোসেন, জেলা সমাজ কল্যান সেক্রটারি জনাব জারজিস হুসাইন। অত্র উপজেলার দশ জন অসহায় মহিলাকে দশটি শেলাই মেশিন বিনা মুল্যে বিতরন করা হয়। এ সময় জামাতের নেতা কর্মীরাউ পস্থিত ছিলেন ।
মেহেরপুর গাংনী উপজেলা জামায়াতের দুস্থ অসহায় মহিলাদের মাঝে শেলাই মেশিন বিতরন।
মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০