Home » মেহেরপুর গাংনীতে ফ্রেন্ডস মাকেটিং কর্পোরেশন এন্ড মোশারেফ স্টোর ব্যবসায়ীদেরকে নিয়ে মত বিনিময় সভা

মেহেরপুর গাংনীতে ফ্রেন্ডস মাকেটিং কর্পোরেশন এন্ড মোশারেফ স্টোর ব্যবসায়ীদেরকে নিয়ে মত বিনিময় সভা

কর্তৃক Md. Sohel Rana
574 ভিউস
মেহেরপুর গাংনীতে ফ্রেন্ডস মাকেটিং কর্পোরেশন এন্ড মোশারেফ স্টোর ব্যবসায়ীদেরকে নিয়ে মত বিনিময়সভা
নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুরের গাংনীতে ফ্রেন্ডস মাকেটিং কর্পোরেশন এন্ড মোশারেফ স্টোর জেলার ব্যবসায়িকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঞ্চে অতিথি বৃন্দ

শুক্রবার (৩০ ডিসেম্বর-২২) সকাল সাড়ে দশটার সময় গাংনী চৌওগাছা পূর্বপাড়ায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- ফ্রেন্ডস মাকেটিং কর্পোরেশন মালিক মোশারেফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম পি পি সুপার ইলেট্রিকের পরিচালক নাসির হোসেন হৃদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিজিটাল কেবলস ঢাকা এর পরিচালক রাজিব ঘোষ, নূর এন্টার প্রাইজ এর পরিচালক আশেকে রাসুল মহিউদ্দিন, খান হার্ডওয়ার এন্ড টুলস এর পরিচালক শাহবুল উদ্দিন, টেলিভিউ ইলেক্ট্রনিক্স এর পরিচালক এলাহি বক্স,ব্যবসিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন- আমঝুপি আসিফ ইলেকট্রিকের স্বত্ব অধিকারী সাংবাদিক আকতারুজ্জামান। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন ইয়াসিন আলী । এ সময় মেহেরপুর জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক ও হার্ডওয়ার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন