Home » মেহেরপুর আমঝুপি বাজারে হেলথ প্রমোশন ফাউন্ডেশন চাই “শীর্ষক, অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

মেহেরপুর আমঝুপি বাজারে হেলথ প্রমোশন ফাউন্ডেশন চাই “শীর্ষক, অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
465 ভিউস

মেহেরপুর চিত্র
১২/০৭/২৩

মেহেরপুর আমঝুপি বাজারে হেলথ প্রমোশন ফাউন্ডেশন চাই “শীর্ষক, অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টার সময় মেহেরপুর সদর উপজেলা আমঝুপি বাজারে, সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা, প্রজন্ম সংগঠ, শিশু কিশোর, ও অ্যালুমিনিয়াম সংগঠনের আয়োজনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মইন-উল আলম নির্বাহী পরিচালক সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা, আসাদুজ্জামান ( লিটন) প্রধান উপদেষ্টা আমঝুপি শিশু কিশোর সংগঠন, জহিরুল ইসলাম সভাপতি প্রজন্ম সংগঠন আমঝুপি। বক্তারা বলেন বর্তমান সরকারের প্রতিশ্রুতি ও স্লোগান, মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যাশা অনুসারে, স্মার্ট বাংলাদেশ হবে শিক্ষা, সাশ্রয়ী , টেকশই, জ্ঞানভিত্তিক, বুদ্ধিরদীপ্ত, ও উদ্ভাবনী , স্মার্ট বাংলাদেশ, স্মার্ট নাগরিক পাশাপাশি দেশের সকল নাগরিকের জন্য সুস্বাস্থ্য জরুরী – তায় হেলথ প্রমোশন ফাউন্ডেশন মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার পৌঁছানো সম্ভব বলে বক্তারা মনে করেন । এ সময় সুনীল সমাজের , ছাত্র- শিক্ষক, সমাজের সর্বস্তরের লোকজন অবস্থান কর্মসূচি উপস্থিত ছিলেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন