Home » মেহেরপুর আমদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা

মেহেরপুর আমদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
556 ভিউস

মেহেরপুর প্রতিনিধি
১৯/০২/২৩

মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রওশন আলী (টোকন) মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন অফিস সূত্রে জানা যায় রবিবার সাড়ে ১২ টার সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর রওশন আলী (টোকন) মনোনয়নপত্র জমাদানের দিয়েছেন। এসময়ে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল সামাদ বাবলু বিশ্বাস, অ্যাডভোকেট মিয়াজান আলী, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী শহীদ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রাসেল।
রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবর্তী মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়নপত্র জমাদান শেষে রওশন আলী সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।তিনি বলেন সুযোগ পেলে জনগণের হয়ে কাজ করবেন ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন