Home » মেহেরপুরে রাজনৈতিক মামলায় জামাত-বিএনপি ৩২ জনের জামিন লাভ

মেহেরপুরে রাজনৈতিক মামলায় জামাত-বিএনপি ৩২ জনের জামিন লাভ

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
212 ভিউস

মেহেরপুর সংবাদদাতা
০৭/০৮/২৪
মেহেরপুরে রাজনৈতিক মামলায় জামাত-বিএনপির ৩২ জনের মুক্তি পেয়েছেন জেলা কারাগার থেকে । মেহেরপুর জেলা জামাতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান ও জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ সাংবাদিকদের বলেন গত কয়দিন আগে অন্যায় ভাবে বিএনপি-জামাতের নেতাকর্মীদের আটক করেন আইনশৃঙ্খলা বাহিনী। ছাত্র আন্দোলন সর্বাত্মকও সাধারণ মানুষের আন্দোলনের ফলে এ সরকার ক্ষমতা থেকে পালাতে বাধ্য হয়েছে। বর্তমান রাষ্ট্রপতি বিশেষ ক্ষমতার আইনে রাজনৈতিক মামলা প্রত্যাহারের নির্দেশ প্রদানের কারণে আজ মেহেরপুর জামাত-বিএনপি ৩২ জন নেতাকর্মী মুক্তি লাভ করেছেন বলে জানান বিএনপির নেতাকর্মীরা। এ সময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরন , জেলা জামাতের সেক্রেটারি ইকবাল হোসেন এ সময় জামাত-বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন