Home » মেহেরপুরে “মোমেনশাহী দর্পণ” কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২২ অনুষ্ঠিত

মেহেরপুরে “মোমেনশাহী দর্পণ” কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২২ অনুষ্ঠিত

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
595 ভিউস

নিজস্ব প্রতিবেদকঃ
মেহেরপুরে সৃজনশীল অভিযাত্রীর খোঁজে “মোমেনশাহী দর্পণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২২” ও সৃজনশীল সাহিত্য বিকাশে…মোমেনশাহী দর্পণ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুরে সৃজনশীল অভিযাত্রীর খোঁজে “মোমেনশাহী দর্পণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২২” ও সৃজনশীল সাহিত্য বিকাশে…মোমেনশাহী দর্পণ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন, আলোচনাসভা

বৃহস্পতিবার (৩নভেম্বর-২২) বেলা ১২ঘটিকার সময় সৃজনশীল অভিযাত্রীর খোঁজে মোমেনশাহী দর্পণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২২ ও সৃজনশীল সাহিত্য বিকাশে…মোমেনশাহী দর্পণ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

প্রতি বছরের ন্যায় সাহিত্য পত্রিকা মোমেনশাহী দর্পণের ব্যবস্থাপনা ও আয়োজনে সহ-সম্পাদক এম. সোহেল রানার উপস্থিতিতে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উজলপুরস্থ ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি শিক্ষাবর্ষ-২০২১ সালের ফলাফলে দু’জন এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থী মোছাঃ মিলি খাতুন, মোছাঃ কামিনি খাতুনকে “সম্মাননা স্মারক ক্রেস্ট” ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা নাজমা সালেহীনের সভাপতিত্বে মোঃ নাদিমুল হকের(গণিত) পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছোট গল্পকার মোঃ খলিলুর রহমান (খালিদ) উপদেষ্টা মোমেনশাহী দর্পণ।

উপস্থিত ছিলেন- শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, মোঃ ইয়ারুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নাহারুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, আসাদুল ইসলাম প্রমূখ।

সৃজনশীল অভিযাত্রীর খোঁজে “মোমেনশাহী দর্পণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সম্মাননা স্মারক ও সনদ প্রদানের পর সৃজনশীল সাহিত্য বিকাশে…মোমেনশাহী দর্পণ সাহিত্য পত্রিকার ১১তম বর্ষের ৮ম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এ সময় আরোও উপস্থিত ছিলেন- শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সকল শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারিবৃন্দ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন