
মেহেরপুর চিত্র
২৬/০১/২৫
মেহেরপুরে নাশকতা STC 20/17 মামলায় জামায়াতের ১৫২ জন নেতা কর্মী খালাস দিয়েছেন মেহেরপুর আদালতের বিজ্ঞ বিচারক। আদালত সূত্রে জানা যায় গত আওয়ামী লীগের স্বৈরাচার শাসনের সময় বিভিন্ন মামলায় মাধ্যমে জামায়াতের শতশত নেতাকর্মির নামে গায়েবী মামলা ও নাশকতা মামলা দিয়ে আটক করে রেখেছিল বিগত স্বৈরাচার সরকার। গত জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতনের পর আদালত ন্যায় বিচার মাধ্যমে এইসব আসামিদের পর্যক্রমে খালাস দিচ্ছেন বলে জানিয়েছেন খালাস প্রাপ্ত আসামিদের সজনরা। মেহেরপুর সদর উপজেলা জামায়েতের সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম বলেন অন্যায় ভাবে জামায়াতের নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলার মাধ্যমে জেল হাজতে আটকিয়ে রেখেছিল। কিন্তু এই স্বৈরাচার সরকারের ছাত্র-জনতার হাতে পতন হবার পর জামায়াতে সহ বিরোধীদলের নেতাকর্মীদের খালাস পাচ্ছে আদালত থেকে।