Home » মেহেরপুরে গাংনী উপজেলায় বিদ্যুত স্পৃষ্ট হয়ে এক কৃষক নিহত।

মেহেরপুরে গাংনী উপজেলায় বিদ্যুত স্পৃষ্ট হয়ে এক কৃষক নিহত।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
515 ভিউস

নিজস্ব প্রতিবেদক
২২/১০/২২

মেহেরপুরের গাংনী উপজেলায় ধর্মচাকী গ্রামে বিদ্যুত স্পৃষ্ট হয়ে এক কৃষক নিহত হয়েছে। এলাকার সূত্রে জানা যায় কৃষকের নাম ভাষান আলী (২৮) নিহত ভাষান আলী ধর্মচাকী গ্রামের মৃত নজীমুদ্দীনের ছেলে।

আজ সন্ধ্যায় সময় কৃষক ভাষান আলি বিদ্যুত চালিত সেচ পাম্প থেকে নিজের পুকুরে পানি দিতে গিয়ে এ বিপত্তিতে পড়েন। স্থানীয়রা জানান, ভাষান নিজ বাড়ির বিদ্যুত লাইনের সেচ পাম্প থেকে নিজের পুকুরে পানি দিচ্ছিলেন। মোটরটা চালিনয়ে দিয়ে বিদ্যুতের তারে নিজদিয়ে যাওয়ার সময় শরীরে স্পর্শ করে, কৃষক ভাষান আলি চিৎকার করলে, এসময় স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।এই খবর এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন