Home » মেহেরপুরে অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার।

মেহেরপুরে অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
862 ভিউস

মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর তালতলা মাঠ থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটার সময় তালতলা মাঠে কলা চাষি ইজ্জত আলীর ছেলে জামারুল লেবার নিয়ে কলা কাটার সময় লেবার গন্ধ পাই খোজা খুঁজির পর দেখতে পাই একজন নারীর লাশ দেখতে পায়।
তাৎক্ষণিক জাদুখালি ক্যাম্পে খবর দিলে এসআই সাইদুর রহমান উপস্থিত হয়। লাশের পাশে থাকা একটি ছোট ব্যাগের কিছু মোবাইল নাম্বার পাওয়া যায় পরে ওই মোবাইল নাম্বার ধরে তার নাম ঠিকানা সনাক্ত করা হয়। মহিলার নাম মালেকা (৩৫) স্বামী মৃত নুরুল ইসলাম নওদাপাড়া আজিমপুর থানা মিরপুর জেলা কুষ্টিয়া।মেহেরপুর সদর থানার ওসি সাংবাদিকদের জানান কমপক্ষে ৫/৬ দিনের লাশ, মহিলার লাশ ময়না তদন্তের পর কি করে মারা গেছে তা বলা যাবে, তবে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করা শুরু করেছে বলে জানান মেহেরপুর সদর থানা পুলিশ ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন