Home » মেহেরপুরের রংতুলি ডিলিজেন্ট একাডেমি স্কুলে বই উৎসব-২৩

মেহেরপুরের রংতুলি ডিলিজেন্ট একাডেমি স্কুলে বই উৎসব-২৩

কর্তৃক Md. Sohel Rana
617 ভিউস

মেহেরপুরের রংতুলি ডিলিজেন্ট একাডেমি স্কুলে বই উৎসব

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের রংতুলি ডিলিজেন্ট একাডেমি স্কুলের উদ্যোগে বই উৎসব, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। রবিবার (১ জানুয়ারি-২৩) দুপুরের দিকে রংতুলি ডিলিজেন্ট একাডেমি স্কুল প্রাঙ্গণে এ বই উৎসব অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌর সভার মেয়র মাহাফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ ও পুরস্কার বিতরণ করেন। রংতুলি ডিলিজেন্ট একাডেমি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম পেরেশানের সভাপতিত্বে বই উৎসব এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক মোঃ মিজানুর রহমান মিজান, রাশেদুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ। পরে রংতুলি ডিলিজেন্ট একাডেমি স্কুলের শিক্ষার্থীদের হাতে বই এবং পুরস্কার তুলে দেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন