Home » মেহেরপুরের কিছু বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল

মেহেরপুরের কিছু বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল

কর্তৃক Md. Sohel Rana
846 ভিউস

নিজস্ব প্রতিবেদকঃ সারা দেশের ন্যায় যশোর বোর্ডের এসএসসির ফলাফল প্রকাশিত  এর মধ্যে মেহেরপুর জেলার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মেহেরপুর  সদর উপজেলার  কিছু মাধ্যমিক বিদ্যালয়ের ফল পাওয়া গেছে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার্থী ছিল-১৬২ জন পাস করেছে ১৪৯ পাস , ৯১.৯% (এ প্লাস) ১৫ জন,  মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার্থী ছিল- ১৯৬ জন ১৮০ পাস ৯১.৮% (এ প্লাস) ২৩ জন, যাদুখালি স্কুল এন্ড কলেজে পরীক্ষার্থী ছিল- ১৮১জন, পাস  ১৬১জন  ৮৮.৭ % (এ প্লাস) ২৮ জন। আমঝুপি বালিকা মাধ্যমিক  বিদ্যালযয়ে পরীক্ষার্থী ১০৮ জন পাশ করেছেন ৯৭ জন ৯০.৭৪% (এ প্লাস) ১১ জন, চাঁদবিল সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল- ৬৫ জন পাস করেছেন ৫৭জন, ৮৭.৭ % (এ প্লাস) ৭ জন, বাবাদী মোমিনপুর বালিকা বিদ্যালয় পরীক্ষার্থী ৪২ জন, পাস করেছে ৪০জন, ৯৫.২৪%, (এ প্লাস) ৩ জন , পিরোজপুর বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার্থী ছিল- ৮২ জন পাস করেছে ৬৭জন,  (এ প্লাস) ৭ জন , বর্শিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার্থী ছিল- ৩৬জন পাস করেছে-৩১জন,  ৮৬.১১% (এ প্লাস) নাই। ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল- ৪৫জন, পাস করেছে-৪৫জন,  ১০০% (এ প্লাস) ১১জন। কুতুবপুর স্কুল এন্ড কলেজ পরীক্ষার্থী ছিল- ৮৭জন, পাস করেছে- ৭৭জন,  ৮৮.৩১% (এ প্লাস) ৭জন। কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল- ৫৮জন, অনুপস্থিত ছিলো-২ জন, পাস করেছে-৪৭ জন, ৮৩.৯৩%  (এ প্লাস) ২জন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন