Home » মেহেরপুরের কাঁঠালপোতা গ্রামের মাঠ থেকে তিনজন মোটরসাইকেল চোর আটক

মেহেরপুরের কাঁঠালপোতা গ্রামের মাঠ থেকে তিনজন মোটরসাইকেল চোর আটক

কর্তৃক Md. Sohel Rana
583 ভিউস

মেহেরপুরের কাঁঠালপোতা গ্রামের মাঠ থেকে তিন মোটরসাইকেল চোর আটক

নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতা গ্রামের মাঠ থেকে ৩জন মোটরসাইকেল চোর আটক করেছে এলাকাবাসী । পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২জানুয়ারি-২৩) সকাল ৯টার সময় কাঁঠালপোতা বেলের গাড়ির মাঠের রাস্তার পাশে থেকে একটি ডিসকোভারি মোটরসাইকেল চুরি করে তিন চোর দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিলো এ সময় গ্রামবাসীরা তাদের ধাওয়া করেন। গ্রামবাসীর ধাওয়া খেয়ে তারা কাঁঠাল পোতা ব্রিজের নিকট পড়ে যায়। এ সময় গ্রামবাসী তাদের গণপিটুনি দেয়।

ছিনতায়কারিরা হলো মোহাম্মদ অপু (১৯) পিতা ঠান্ডু মিয়া গ্রাম মহেশপুর ঝিনাইদহ, মোহাম্মদ বকুল(৪২) পিতা গোলাম মোস্তফা গ্রাম চোরগল ঝিনাইদহ, মোঃ আনিস (৩৫) পিতার সেকেন্দার আলী গ্রাম পাগলাকান্দি, ঝিনাইদহ।

পিরোজপুর ক্যাম্পে খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মেহেরপুর সদর থানার কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের বলেন, মেহেরপুরে বিভিন্ন জায়গায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে, এলাকার মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে এ বিষয়ে মেহেরপুর সদর থানা  বিশেষ অভিযান পরিচালনা করছে, পুলিশ মূল হতাসহ চোরদের  আইনের আওতায় নিয়ে আসবেন বলে তিনি জানান।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন