Home » মেহেরপুরের আমঝুপিতে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু 

মেহেরপুরের আমঝুপিতে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু 

কর্তৃক Md. Sohel Rana
524 ভিউস

মেহেরপুরের আমঝুপিতে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু 

মেহেরপুর চিত্র: মেহেরপুর সদর উপজেলা আমঝুপি মিরপাড়া/ মাঠপাড়া, মৃত আলমগীরের দ্বিতীয় সন্তান আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আলিফ মীর নামে পানিতে ডুবে মৃত্যু হয়।

এলাকার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৮জুন-২৩) সকাল নয়টার সময় কোলা গ্রামের মন্টু মিয়ার পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করার সময় পানিতে ডুবে যায়। এই খবর আশেপাশে মানুষে শুনতে পেয়ে অনেক খোঁজাখুঁজি করার পর পুকুরের সিঁড়ির তলায় স্কুল ছাত্র আলিফকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে শোকের ছাঁয়া নেমে আসে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন