Home » মেহেরপুর,মুজিবনগর, গাংনী উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজের বাম্পার ফলন দাম পেয়ে কৃষকরা বেজায় খুশি

মেহেরপুর,মুজিবনগর, গাংনী উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজের বাম্পার ফলন দাম পেয়ে কৃষকরা বেজায় খুশি

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
518 ভিউস

গ্রীষ্মকালীন পেঁয়াজের বাম্পার ফলন, বাজারে ভালো দাম থাকায় কৃষকরা বেজায় খুশি। গতবছর ছাড়া এই বছরে বারি ৫ পেঁয়াজের ফলন হয়েছে ভালো,এইজন্য মেহেরপুর জেলায় ৫৫ একর জমিতে পেঁয়াজ চাষ করেছে কৃষকরা। মেহেরপুর জেলা কৃষি কর্মকর্তা সাংবাদিকদের বলেন গ্রীষ্মকালীন পেঁয়াজ, বাংলাদেশের মধ্যে মেহেরপুর জেলায় সবচেয়ে উচ্চ ফলনশীল বারি ৫ পেঁয়াজের ভালো ফলন পেয়ে থাকেন কৃষকরা।কৃষিবিদ মনিরুজ্জামান উপ-পরিচালক বীজ উৎপাদন খামার বারাদি তিনি বলেন গ্রীষ্মকালীন পেঁয়াজ বাংলাদেশের জন্য আশীর্বাদ কারণ এই সময় পিয়াজের সবচেয়ে ক্লাসিস সমায় কৃষিবিদরা গবেষণা করে বারি ৫ পেঁয়াজের বীজ কৃষকের হাতে তুলে দিচ্ছেন, তবে বারি ৫ পেঁয়াজ মেহেরপুর জেলায় সবচেয়ে ফলো ভালো হচ্ছে কারণ এই জেলার মাটি গ্রীষ্মকালীন বাবি ৫ পেঁয়াজের জন্য উপযোগী। মেহেরপুর জেলা, ওয়েভ ফাউন্ডেশন কর্মকর্তা, ফেরদাউস হোছাইন বলেন, ফায়সাল মাহমুদ জোয়ার্দার ও রেন্টু মিয়া,বলেন আমাদের টিম মিলে বাবি ৫ পেয়াঁজের উৎপাদনের জন্য সরকারের পাশাপাশি মেহেরপুর জেলার ইফাদ ও পিকে এস এফ(P,K,S,F)এর সহযোগিতায় PACE প্রকল্পের আওতায় “বছরব্যাপী পেঁয়াজ উৎপাদন এবং বাজারজাত করনের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্হান সৃষ্টি” শীষক ভ্যালু চেইন উন্নয়ন উপ- প্রকল্প। কৃষকদের কারিগরি, প্রশিক্ষন,এছাড়া কৃষকদেরকে বিনা মূল্যে বারি৫ পেঁয়াজের বীজ বিতরণ প্রদশনী প্লট, স্থাপন করে আসছেন, এতে করে মেহেরপুর জেলায পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। মুজিবনগর উপজেলা পেঁয়াজ চাষী কৃষক নুরুল ইসলাম বলেন এই বছরে আমার ১বিঘা জমিতে ১০০/১১০ মন পেঁয়াজ উৎপাদন হবে,ওয়েব ফাউন্ডেশন কর্মকর্তা ফেরদাউস হোছাইন এর পরামর্শে বারি ৫ পেঁয়াজের চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছি,আমার চাষ করা দেখে অনেক চাষি এগিয়ে এসেছে পেঁয়াজ চাষ করার জন্য ।মেহেরপুর সদর উপজেলা ইছাখালি গ্রামের কৃষক রুস্তম আলী বলেন প্রতি কেজি৫০/৬০ টাকা দরে বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে বাজার দর ঠিক থাকলে কৃষকরা লাভবান হবেন। মেহেরপুর সদর উপজেলা উজোলপুর গ্রামের কৃষক মহিরুল ইসলাম বলেন, ওয়েব ফাউন্ডেশন কারিগরি সহযোগিতাই এ বছরে ৫ বিঘা জমিতে বারি ৫ পেঁয়াজের চাষ করেছি আশা করছি ভাল ফলন পাব। বাজারে দাম ও ভালো।গাংনী উপজেলায় সাহারবাটি বিল্লাল হোসেন বলেন। গ্রীষ্মকালীন পেঁয়াজ আমার চোখ খুলে দিয়েছে এই পিয়াজ লাভজনক চাষ। মেহেরপুর সদর উপজেলা আমঝুপি উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন অন্যান্য জেলার ছাড়া মেহেরপুর জেলায় বারি ৫ পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে মেহেরপুর জেলা কৃষি অফিস থেকে কৃষকদের পরামর্শ দিয়ে থাকি এজন্য কৃষকরা অন্যান্য চাষ ছেড়ে দিয়ে পিয়াজের দিকে ঝুঁকছে মেহেরপুরের চাষিরা।কৃষকরা অভিযোগ করে বলেন এনজিওর পাশাপাশি সরকার ও কৃষি অফিস যদি কৃষকদের সহযোগিতা করত তাহলে মেহেরপুর জেলায় বারি ৫ পাশ পেঁয়াজের জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় সরবরাহ করা সম্ভব। এ বিষয়ে সরকারের নজর দেয়ার প্রয়োজন বলে বলে মনে করেন কৃষকরা।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন