Home » মুুজিবনগর বিশ্ববিদ্যালয় মুুজিবনগর উপজেলার মাটিতে বাস্তবায়ন করার দাবীতে মানব বন্ধন :

মুুজিবনগর বিশ্ববিদ্যালয় মুুজিবনগর উপজেলার মাটিতে বাস্তবায়ন করার দাবীতে মানব বন্ধন :

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
517 ভিউস

মুুজিবনগর প্রতিনিধিঃ
৩১/০৩/২৩
মুজিবনগর বিশ্ববিদ্যালয়টি ঐতিহাসিক মুুজিবনগরের মাটিতে প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। শুক্রবার(৩১ মার্চ) সকাল ১০টায় মেহেরপুর জেলার মুুজিবনগর উপজেলা পরিষদ সামনে মুুজিবনগর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলন ফোরামের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানব বন্ধনে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মেহেরপুর জেলার মুুজিবনগর উপজেলায় বঙ্গবন্ধুর নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ দিয়েছেন সেটা যেন ঐতিহাসিক মুুজিবনগরের মাটিতেই স্থাপন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মুুজিবনগর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলন ফোরামের সভাপতি এডভোকেট উম্মে সালমা সুলতানা, উপজেলা বীর মুক্তি যোদ্ধা আহসান আলী খান ও বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, মুুজিবনগর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দেোলন ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সহ এই দাবিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী, ব্যাবসায়ীমহল ও অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন