Home » মুজিবনগর দারিয়াপুর গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুনে পুড়ে ছাই অসহায় প্রতিবন্ধী ফরিদা খাতুনের ঘর।

মুজিবনগর দারিয়াপুর গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুনে পুড়ে ছাই অসহায় প্রতিবন্ধী ফরিদা খাতুনের ঘর।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
128 ভিউস

মুজিবনগর সংবাদদাতা :
২২/০৪/২৪
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর ঘোষপাড়ার মৃত লালচাঁদ মিয়ার মেয়ে অসহায় প্রতিবন্ধী ফরিদা খাতুনের ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আজ দুপুর ১ টার সময় বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে বৈদ্যুতিক তার থেকে আগুন লেগেছে বলে স্থানিয়ারা সাংবাদিকদের জানানa ,। প্রায় এক লক্ষ টাকার মালামাল সহ অসহায় প্রতিবন্ধি ফরিদা খাতুনের বসবাসের জন্য একমাত্র ঘরটি পুড়ে ছায় হয়ে গেছে। ফায়ার সার্ভিসের মুজিবনগর ইউনিটের সদস্যরা ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনলেও ঘরটি পুড়ে ছায় হয়ে যায় । প্রচন্ড তাপদাহে ঘরটি পুড়তে সময় নেইনি বলে স্থানীয়রা জানান।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন